Homeজাতীয়বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন


বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় ইইউর ডেলিগেশন প্রধান মাইকেল মিলার।

এ সময় তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের কাজের অগ্রগতি, পরিধি ও প্রক্রিয়া সম্পর্কেও আগ্রহ দেখান।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার অপতথ্য, অপপ্রচার, সংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্র কর্তৃক বিজ্ঞাপনের অপব্যবহার, রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম ও বেসরকারি সম্প্রচার মাধ্যমের আর্থিক ব্যবস্থা এবং ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার স্বচ্ছতার বিষয়ে আলোচনা করেন। স্বাধীন ও শক্তিশালী প্রেস কাউন্সিল প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশের সুচর্চা থেকে শিক্ষা নেওয়ার জন্য কমিশন প্রস্তুত।

এ সময় ইইউ ডেলিগেশনের উপপ্রধান ডা. বার্ন্ড স্প্যানিয়ার, কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত