বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাংকের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজের্দে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) বলেন, ‘আমি আমাদের সমর্থন জানাতে চাই। আপনারা যে ধরনের সহযোগিতা চান, তার জন্য আমাদের ওপর নির্ভর করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে সহায়তা দিতে চায়।’
আলোচনায় তারা জুলাই মাসের অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনীতির অবস্থা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী দূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।