ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি বাংলাদেশের নায়কদের প্রশংসা করে বলেছেন, দেশের তারকারা যথেষ্ট দক্ষ ও সুদর্শন, তাই ভারতীয় নায়কদের নিয়ে কাজের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়।
এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন, “বাংলাদেশি নায়করা তো সুন্দর আছে, তাহলে কেন ভারতের নায়ক নিয়ে কাজ করতে হবে?” তিনি আরও উল্লেখ করেন, কলকাতার শিল্পীদের নিয়ে কাজ করাটা বর্তমানে বেশ কঠিন হয়ে পড়েছে। পারমিশন পেতে দেরি হয় এবং শিডিউল নিয়েও নানা সমস্যা দেখা যায়।
মিষ্টি মনে করেন, “বাংলাদেশি হিরোরা তো ভালো, তাহলে শুধু কলকাতার হিরো নিয়ে কাজ করতে হবে কেন?” তিনি দেশীয় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে স্থানীয় শিল্পীদের আরও বেশি সুযোগ দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ঢালিউড ও টলিউডের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের প্রবণতা বেড়েছে। তবে এর মধ্যে নানান জটিলতা থাকায় অনেক নির্মাতাই এখন দেশীয় শিল্পীদের উপর বেশি জোর দিচ্ছেন।
সূত্র : https://www.facebook.com/reel/1169244028159819