Homeজাতীয়বহুমুখী প্রতিভা রুবেল শঙ্কর

বহুমুখী প্রতিভা রুবেল শঙ্কর


নাট্যাভিনেতা রুবেল শঙ্কর। শৈশব থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসার কারণে এখন সে পরিণত একজন মঞ্চাভিনেতা।  ২৫ বছর ধরে মঞ্চ আলোকিত করে আসছেন। ২০০০ সাল  থেকে তিনি  লোকনাট্য দলের হয়ে কাজ করছেন। শুধু তাই নয়, তিনি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। নাটকের পাশাপাশি তিনি দক্ষ গল্প ও চিত্রনাট্যকার, নাট্য নির্দেশক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন, যা তার অভিনয় দক্ষতার পাশাপাশি বহুমুখী প্রতিভার পরিচয় বহন করে। তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় পনেরোটি মঞ্চনাটকে অভিনয় করেছেন। যার মধ্যে ‘কঞ্জুস’, ‘তপস্বী ও তরঙ্গিণী’, ‘মাঝরাতের মানুষেরা’, ‘লীলাবতী আখ্যান’, ‘সিদ্ধিদাতা’, ‘সোনাই মাধব’, ‘রথযাত্রা’, ‘পদ্মা নদীর মাঝি’ উল্লেখযোগ্য। এক হাজারের  বেশি মঞ্চে অভিনয় করে তিনি নাট্যজগতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার প্রতিভা শুধু মঞ্চেই সীমাবদ্ধ নয়,  টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনেও তিনি সমান দক্ষতার স্বাক্ষর  রেখেছেন। তার অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের  ফ্লোরিডার  ভেনিস থিয়েটার  স্টেজে আয়োজিত ‘এএসিটি ওয়ার্ল্ড  ফেস্ট’-এ ‘আউটস্ট্যান্ডিং কমেডিয়ান’ পুরস্কার অর্জন করেন। এছাড়াও, ২০০৬ সালে নাটকের ৫০০তম প্রদর্শনীতে ‘অনারারি অ্যাওয়ার্ড’, ২০১২ সালে ৬০০তম প্রদর্শনীতে ‘আউটস্ট্যান্ডিং অ্যাক্টর অ্যাওয়ার্ড’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত