Homeজাতীয়বরিশালে নাহিদ ইসলামকে অবরুদ্ধ করার কারণ জানালেন বিক্ষুদ্ধকারীরা!

বরিশালে নাহিদ ইসলামকে অবরুদ্ধ করার কারণ জানালেন বিক্ষুদ্ধকারীরা!


বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অবরুদ্ধ করে রেখেছিলো বিক্ষুদ্ধকারীরা।  বৃহ:বার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে।

নাহিদ ইসলামকে অবরুদ্ধ করার কারণ জানিয়ে এক বিক্ষুদ্ধকারী বলেন,“আন্দোলন শেষ হয়েছে প্রায় সাত মাস হলেও এখন পর্যন্ত বরিশালে কোনো নেতৃবৃন্দ সাধারণ ছাত্র জনতার সাথে বসে  ৫ মিনিট কথা বলে নাই।

তাদের সব কথা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শুধু আহ্বায়কদের সাথে হয়।অথচ বরিশাল মহানগর সমদস্যদের সাথে কোনো আলাপে বসেনি নেতৃবৃন্দ।শুধু ৫ মিনিট সময় চেয়েছিলাম কথা বলার ,আহ্বায়ক, সদস্য সচিবরা তা বলতে দেয়নি।”

সূত্র:https://tinyurl.com/mryndzwy





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত