সফরকারী আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে আরব আমিরাতের যুবারা ৪৬.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায়। মুহাম্মদ রাইয়ান খান ৮৭ বলে ২ চার, ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন।
বাংলাদেশের যুবাদের পক্ষে ডানহাতি পেসার সাদ ইসলাম রাজিন ৭.৪ ওভারে ৩২ রান দিয়ে ৪টি এবং বাঁহাতি স্পিনার ১০ ওভারে ১ মেডেনে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ২২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশের যুবারা। এরপর রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জোড়া অর্ধশতকে জয়ের কাছাকাছি পৌঁছে যায়। ১১৬ রানের জুটি ভেঙে যায় রিফাত ৭৯ বলে ৮ চার, ১ ছয়ে ৭১ করে বিদায় নেওয়ার পর।
তবে আজিজুল ৯৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩৪.১ ওভারে ২ উইকেটে ১৬৪ রান তুলে সহজ জয় পায় বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দ্বিতীয়টিও অনুষ্ঠিত হতে পারেনি একই কারণে। সেই ম্যাচটি আজ মিরপুরে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১ নভেম্বর হবে শেষ ওয়ানডে।