Homeজাতীয়ফটিকছড়িতে বিএনপি নেতার এসএসসি পরীক্ষাকেন্দ্রে অনধিকার প্রবেশ

ফটিকছড়িতে বিএনপি নেতার এসএসসি পরীক্ষাকেন্দ্রে অনধিকার প্রবেশ


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন খানের বিরুদ্ধে এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার জাহানপুর আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউশন কেন্দ্র থেকে তাকে বের হতে দেখা যায় – এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের বিষয়ে কঠোর নিয়ম রয়েছে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ জানান, “পরীক্ষা চলাকালে কেবলমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট এবং শিক্ষা বোর্ডের ভিজিল্যান্স দলের সদস্যরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নুর উদ্দিন খান দাবি করেন, “আমার ভাতিজি ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তাকে পৌঁছে দিতে সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে গিয়েছিলাম। ১২টার দিকে আমি কেন্দ্রে ছিলাম না, বাইরে থেকে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেছি।

তবে ভিডিওচিত্রে দেখা যায়, তিনি দুপুর ১২টা ১৫ মিনিটে কেন্দ্র থেকে বের হচ্ছেন, অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়েই তিনি কেন্দ্রে ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “নুর উদ্দিন খান দীর্ঘ সময় কেন্দ্রে ঘোরাঘুরি করেন এবং কেন্দ্র সচিবের কক্ষেও যান।

জানতে চাইলে কেন্দ্র সচিব মফিজুর রহমান বলেন, “তিনি (নুর উদ্দিন) পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে ঢুকেছিলেন। পরে আমি বুঝিয়েশুনিয়ে বের করে দিই। প্রথম দিন বলে কিছু অভিভাবক ভেতরে ঢুকে পড়েছিল, তাঁদের সঙ্গেই ছিলেন তিনি।

তবে সচিব আরও জানান, তাঁর জানা মতে, নুর উদ্দিন খানের কোনো সন্তান বা আত্মীয় ওই কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, নুর উদ্দিন খান পরীক্ষা চলাকালে কেন্দ্রে অবস্থান করেছেন, যা স্পষ্টভাবে নিয়মবিরোধী। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে।

 

সূত্র: https://surl.li/oeajhn





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত