পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের মধ্যেই বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ ফিরে পেল এক ঐতিহাসিক দিন। বিদ্যালয়ের শতবর্ষের দোরগোড়ায় এসে একসঙ্গে মিলিত হলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথমবারের মতো এত বড় পরিসরে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হচ্ছে।
১৯৪৬ সালের শিক্ষার্থী মাহবুবর রহমান থেকে শুরু করে সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীরাও অংশ নেন আজকের এই মিলনমেলায়। তাদের কণ্ঠে ঝরে পড়ে স্কুল জীবনের মধুর স্মৃতি, নবীনরা শোনেন অতীতের গল্প।
“শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মাহবুবর রহমান। বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির শাহীন, শাহজাহান আলী খন্দকার, আলহাজ্ব জালাল উদ্দিন, প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপনসহ বিশিষ্টজনেরা।
ঐতিহ্যের আলোয় পদ্মপাড়া প্রধান অতিথির বক্তব্যে মাহবুবর রহমান বলেন, “এ বিদ্যালয় শুধু পদ্মপাড়ার নয়, আশপাশের গ্রামেও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। আমাদের জীবনের প্রথম পাঠ এখানেই শুরু হয়েছিল।” সভাপতির বক্তব্যে সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, “এই পুনর্মিলনী নবীন-প্রবীণের মেলবন্ধন গড়ে তুলেছে। এই ঐক্য শুধু বিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, এটি গোটা গাবতলীর উন্নয়নে ভূমিকা রাখবে।”
আলোচনা সভা শেষে স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী উদযাপন শেষ হয়। অংশগ্রহণকারীরা এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান।