Homeজাতীয়প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব: নুর

প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব: নুর


গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পুরাতন দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে না। দেশ পরিবর্তনে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। আগামী দিনে নেতৃত্ব দিতে দলের পক্ষে আমি সবার সহযোগিতা চাই।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার পথে বরগুনার আমতলী চৌরাস্তা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। সবাই মিলে আমরা এ সমাজ ও রাষ্ট্রকে পাল্টে দেব।

তিনি বলেন, রাজনীতি জমিদারি প্রথা নয়। রাজনীতি একটা জনসেবা। মানুষ রক্ত দিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে; কিন্তু সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত