Homeজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক


বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেরিংয়ের প্রতি আহ্বান জানান। আলোচনায় কুড়িগ্রাম জেলার উত্তরাঞ্চলে ভুটানের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতিও উঠে আসে।

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানি উদ্যোক্তারা ওই অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করবেন এবং উৎপাদিত পণ্য আঞ্চলিক দেশগুলোতে রফতানি করবেন।

এ সময় তিনি বাংলাদেশের কাছ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়ে অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুটানি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে ঢাকা আগ্রহী।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং বলেন, বাংলাদেশের নেতৃত্বে বঙ্গোপসাগর-কেন্দ্রিক এই আঞ্চলিক জোটে নতুন গতি আসবে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত