Homeজাতীয়প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের

প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এসময় দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফোনালাপে তিনি সুবিধাজনক সময়ে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম এ তথ্য জানিয়েছে।

এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে বাংলাদেশ সফর করবেন।

এর আগে গত ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলন এবং গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে কায়রোতে বৈঠকে মিলিত হয়েছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি দেশের নেতারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত