জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে ফেসবুকে প্রতারণা বেড়ে যাওয়ায় এই প্রবণতা ঠেকাতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে ইসি তার অফিসিয়াল ফেসবুক পেজগুলোর মাধ্যমে এনআইডি সংক্রান্ত কার্যক্রম প্রচার করবে।
সম্প্রতি ইসির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালিত অফিসিয়াল ফেসবুক পেইজ ‘Bangladesh Election Commission Secretariat’ বর্তমানে প্রায় ২ লাখ ১৯ হাজার ফলোয়ার রয়েছে। পাশাপাশি, এনআইডি উইং ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালিত ‘জাতীয় পরিচয়পত্র’ পেইজটির ফলোয়ার সংখ্যা প্রায় ২ লাখ ৩৭ হাজার। এসব পেইজে নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ ও এনআইডি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ করা হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ-মাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এতে সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ইসি তার অফিসিয়াল ফেসবুক পেইজগুলোতে প্রকাশিত কনটেন্টগুলো নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সেবা নিতে আসা নাগরিকদেরও এসব পেজ সম্পর্কে অবহিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া টিভি, দৈনিক পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমেও এ বিষয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে আগামী জুন মাসে আরও ৬০ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।