জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি সম্প্রতি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না।”
বুবলি সম্প্রতি “ফ্যাশন ল্যাব বাই থ্রি” নামে একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, “আমরা অনেক রাজকীয়ভাবে ব্র্যান্ড লঞ্চিংয়ে যাই, আমাদেরকে সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়। কারণ আমরা ভালোবাসা ও সম্মান পাই। কিন্তু নারীদের সাফল্যের পেছনে পুরুষদের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “নারী উদ্যোক্তাদের পাশে যেমন আমরা নারীরা আছি, তেমনি পুরুষদের সহযোগিতাও আমাদের দরকার।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী পলি, মডেল ও নৃত্যশিল্পী বারিশসহ আরও অনেক সেলিব্রিটি। বুবলি জানান, তিনি মডেলিং ক্যারিয়ার থেকে উদ্যোক্তা হয়েছেন এবং বর্তমানে পার্লার ও ফ্যাশন ব্যবসায় যুক্ত হয়েছেন।
২০১৯ সাল থেকে তিনি নিজের ব্যবসা শুরু করলেও এবারই প্রথমবারের মতো বড় পরিসরে ব্র্যান্ড লঞ্চিংয়ের আয়োজন করেছেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে আজকের উদ্বোধনী আয়োজনে অনেক সেলিব্রিটি ও শুভাকাঙ্ক্ষীরা পাশে ছিলেন। এটি আমার জন্য আনন্দের।”
নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বার্তা দিয়ে বলেন, “সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তবে সমাজের সকলের সহযোগিতা পেলে নারীরা আরও এগিয়ে যেতে পারবে।”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1844687112733595&rdid=0tWitpwANDD23cHB