Homeজাতীয়পাচার করা অর্থ ফেরাতে টাস্কফোর্সকে সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পাচার করা অর্থ ফেরাতে টাস্কফোর্সকে সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়


বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সকে পররাষ্ট্র মন্ত্রণালয় সবধরনের সহায়তা দিচ্ছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দফতরগুলো অপরাধ বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চেয়ে যত ধরনের অনুরোধ পাঠায়, ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন, ২০১২’ অনুযায়ী সেগুলো আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়। তারপর জননিরাপত্তা বিভাগ সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সরকারের নিকট কূটনৈতিক প্রক্রিয়ায় পাঠানো হয়। এই ধরনের অনুরোধের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য সংশ্লিষ্ট দেশের আইনগত সহায়তা প্রাপ্তির কেসের সংখ্যাই বেশি।’

তিনি বলেন, ‘এই বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের জন্য নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন সব ধরনের সহায়তা দিয়ে আসছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত