নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর বাজারে এবং বৈরাটি ইউনিয়নের জিগাতলা গ্রামে ঘটনা দুটি ঘটে। সংঘবব্ধ ডাকাতরা বাড়ি দুটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদল হিরণপুর বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানের তিনতলা বাসায় গ্রিল কেটে ঢোকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর বিভিন্ন কক্ষ থেকে ১৮ লাখ টাকা ও আনুমানিক ৩৫ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়।
ব্যবসায়ী আব্দুর রহমান জানান, ডাকাতরা প্রায় আধাঘণ্টার মতো বাড়িটিতে অবস্থান করে। হজে যাওয়ার জন্য তিনি টাকা এনে বাসায় রেখেছিলেন। এ ছাড়া ব্যবসার টাকাসহ তার মেয়েরও কিছু টাকা বাসায় ছিল। ডাকাত দলে চারজন সদস্য ছিল বলে জানান তিনি। তাদের মধ্যে তিনজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
এদিকে, একই রাত দুইটার দিকে সশস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে জিগাতলা গ্রামের লিজা আক্তারের দিলশান ভিলায় ঢোকে। এরপর পরিবারের সদস্যদের হাত-পাঁ বেঁধে ৩৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, সিসি ক্যামেরা, মনিটর এবং মোবাইল ফোন নিয়ে যায়। লিজার স্বামী বিদেশে থাকেন। ঘটনার রাতে তার মা, বড়ভাই ও তার স্ত্রী ছিলেন।
খবর পেয়ে শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে ডাকাতদের সনাক্ত করার চেষ্টা চলছে।