Homeজাতীয়নারী ক্রিকেট দলসহ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন যারা

নারী ক্রিকেট দলসহ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন যারা


আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাদের হাতে সম্মাননা তুলে দেন।

এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। জাতীয় নারী ক্রিকেট দলের পক্ষে সম্মাননা নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

পাশাপাশি, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে শরীফা সুলতানা, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে’ হালিমা বেগম, ‘সফল জননী’ মেরিনা বেসরা, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী’ লিপি বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদানের’ জন্য মুহিন (মোহনা) এ সম্মাননা পেয়েছেন। 

প্রধান উপদেষ্টার কাছে পুরস্কার নেওয়ার পর ফটোসেশনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। আজকের অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত