প্রেমদিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইতিহাস-নির্ভর তারকাখচিত ছবি। বলিউডের জনপ্রিয় নায়কদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন এক দক্ষিণী অভিনেত্রী। তবে পারিশ্রমিকের ক্ষেত্রে নায়ক-নায়িকার মধ্যে রয়েছে বড় পার্থক্য। শোনা যাচ্ছে, ‘ছাওয়া’ছবির মুখ্য চরিত্রে অভিনয় করে বলিউড অভিনেতা প্রায় তিন গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণী নায়িকার তুলনায়।
সম্প্রতি ছবিটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে চিত্রনাট্য সাজানো হয়েছে। প্রধান চরিত্র সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে। বলিপাড়া সূত্রের খবর অনুযায়ী, ‘ছাওয়া’ছবিতে অভিনয় করার জন্য ভিকি কৌশল ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
২০২৪ সালের জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত‘ব্যাড নিউজ়’ছবিতে শেষ অভিনয় দেখা গিয়েছিল ভিকির। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও এই ছবির ‘তওবা তওবা’গানের দৃশ্যে ভিকির নাচ বহুল প্রশংসা পায়।‘ছাওয়া’ ছবিতে ভিকির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে। এই ছবিতে যেসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন তিনি।
২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত‘অ্যানিম্যাল’ছবির হাত ধরে বলিপাড়ায় পরিচিত হতে শুরু করেন দক্ষিণের খ্যাতনামী নায়িকা রশ্মিকা। এই ছবিতে অভিনয় করে চার কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। রশ্মিকার কেরিয়ারের দ্বিতীয় হিন্দি ছবি ‘ছাওয়া’। ‘অ্যানিম্যাল’এর চূড়ান্ত সাফল্যের পর পারিশ্রমিকের দিক থেকে তেমন পরিবর্তন হয়নি রশ্মিকার। কানাঘুষো শোনা যায়,‘ছাওয়া’ছবিতে অভিনয় করে রশ্মিকার চেয়ে ভিকি প্রায় তিন গুণ বেশি আয় করেছেন।
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর,‘ছাওয়া’ছবিতে অভিনয় করে চার কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা।
সম্প্রতি‘ছাওয়া’ছবির ঝলক মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে রশ্মিকা জানান যে, তিনি অভিনয় থেকে অবসরও নিয়ে নিতে পারেন। তিনি বলেন,‘‘আমি দক্ষিণ ভারতের মেয়ে। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি খুব সহজে কান্নাকাটি করি না। কিন্তু এই ছবির ঝলক দেখেই আমার গলা বন্ধ হয়ে যাচ্ছিল। ছবির পরিচালককে আমি বলেছিলাম, এই চরিত্রে অভিনয় করার পর আমার আর কিছু চাওয়ার নেই। আমি এখন খুশি মনে অভিনয় থেকে অবসর নিতে পারি।’’
‘ছাওয়া’ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা অক্ষয় খন্নাকে। ২০২২ সালে ‘দৃশ্যম ২’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয়ের।‘ছাওয়া’ছবিতে মুঘল সাম্রাজ্যের শাসক ঔরঙ্গজ়েবের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে অক্ষয়কে। এই চরিত্রে অভিনয় করে দু’কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অক্ষয়।
‘ছাওয়া’ ছবিতে সরসেনাপতি হাম্বিরাও মোহিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা আশুতোষ রানাকে। পার্শ্বচরিত্র হলেও চিত্রনাট্য অনুযায়ী সেই চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।
বলিউডের গুঞ্জন, ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করে ৮০ লক্ষ টাকা আয় করেছেন আশুতোষ। শোনা যাচ্ছে, চলতি বছরে ‘ওয়ার ২’ এবং ‘আলফা’ছবিতেও অভিনয় করতে পারেন আশুতোষ।‘ছাওয়া’ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেত্রী দিব্যা দত্তকে। ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘বন্দিশ ব্যান্ডিট্স’ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে দিব্যাকে।
বলিপাড়া সূত্রে খবর,‘ছাওয়া’ছবিতে সোয়াবাইয়ের চরিত্রে অভিনয় করে ৪৫ লক্ষ টাকা উপার্জন করেছেন দিব্যা।
সূত্র:- আনন্দবাজার পত্রিকা