Homeজাতীয়নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মিলিটারি জাদুঘরে অনুষ্ঠিত ‘ইকো লিডার্স ইয়ুথ এমপাওয়ারিং ইনিশিয়েটিভ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, খরা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সব সমস্যার সমাধান করতে পারব।”

এছাড়া, একই দিনে উপদেষ্টা আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরোতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং কমিশনগুলো জরুরি সংস্কারের জন্য কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (ন্যাপ) পরিকল্পনায় নারীদের সম্পৃক্ত করা হবে বলেও জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। এতে বক্তব্য রাখেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত