Homeজাতীয়নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ

নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ


বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন ভোটারযোগ্য ব্যক্তি মিলিয়ে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন প্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। অপরদিকে হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তবে নির্বাচন কমিশনের অনুমান, এবার নতুন করে যুক্ত হবে ৬১ লাখের বেশি ভোটার।

ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার, যা শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ। মোট বৃদ্ধির ৩.৯ শতাংশের মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার ২.৪৪ শতাংশ ও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা ১.৪৬ ভাগ।

ইসি সচিব জানান, এই সংখ্যা চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।

নির্বাচন কমিশন সচিব বলেন, চলতি বছর লক্ষ্য ছিল ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধন করা। এবার ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ আর নতুন ভোটারযোগ্য হয়েছেন, এমন নিবন্ধনের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত ভোটারদের নাম কাটার বিষয়ে ইসি সচিব বলেন, সর্বশেষ তিন বছর আগে যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হয়েছিল, তার চেয়ে এবার মৃত ভোটারের সংখ্যা কম। এটি কেন কম, তা এখনই বলা যাচ্ছে না। মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, তাদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

আখতার আহমেদ বলেন, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধন কাজ চলবে। ভোটার হওয়ার যোগ্য, এমন যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, বা এখনও বাদ পড়ে আছেন, তারা এ সময়ের মধ্যে নিবন্ধিত হতে পারবেন। এর বাইরেও যেকোনও সময় ভোটার হওয়ার যোগ্য যেকোনও ব্যক্তির অনলাইনে আবেদন করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত