Homeজাতীয়নতুন আওয়ামী লীগ গঠন ঠেকাতে মরিয়া শেখ হাসিনা! আরও যা বললেন সাংবাদিক...

নতুন আওয়ামী লীগ গঠন ঠেকাতে মরিয়া শেখ হাসিনা! আরও যা বললেন সাংবাদিক মোস


বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ তাঁর নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ‘ভয়েস বাংলা’ নামের ওই পেজে ভিডিওটি তিনি ‘নতুন আওয়ামী লীগ গঠন ঠেকাতে মরিয়া শেখ হাসিনা!’ শিরোনামে আপলোড করেন।

ভিডিওতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে গত ১৬ এপ্রিল প্রকাশিত ‘নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা? চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল’ শিরোনামের একটি প্রতিবেদনের বরাতে সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, নতুন একটি দল আসছে, পরিবর্তিত দল, সংশোধিত দল, পরিচ্ছন্ন দল। এমন এক খরব কিন্তু বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছে, যদিও বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে একে চক্রান্ত, ষড়যন্ত্র বলা হচ্ছে।’

এর একটি বাস্তবতা আছে উল্লেখ করে মোস্তফা ফিরোজ জানান, ‘বাস্তবতা হলো এই, সামনে যে নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ নামে কোনো দল যদি সমানে না থাকে, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। একটা আওয়ামী লীগকে দাঁড় করাতেই হবে, বিদেশিদেরকে বলতে হবে, এটাই আসল আওয়ামী লীগ। আর ওইটা হলো দিল্লির আওয়ামী লীগ, ওদের হেড অফিস কলকাতায় বা দিল্লিতে। আর বাংলাদেশের আওয়ামী লীগ হচ্ছে এই আওয়ামী লীগ।’

ভারতের কংগ্রেস ও বিজেপির মুখে ‘আওয়ামী লীগ-হাসিনা’-এই একটাই কথা অভিযোগ করে মোস্তফা ফিরোজ বলেন, ‘এই-ই করতে করতে এরা ডুবতেছে। এই কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক পর্যন্ত এলোমেলো হয়ে পড়ে আছে।’

 

সূত্র: https://www.facebook.com/share/r/1BR4v43ELj/





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত