...
Homeজাতীয়ধর্ষণ মামলার বিচারের সময় কমাতে খসড়া

ধর্ষণ মামলার বিচারের সময় কমাতে খসড়া


ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেকে নামাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের জন্য নতুন খসড়া করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল বুধবার সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আইন সংশোধনের পদক্ষেপ ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীদের জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে পরামর্শ সভা করেছি। আমরা একটা খসড়া (সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন) আইন করেছি, সেটি কিছু কিছু স্টেকহোল্ডারের কাছে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা আইনটি কঠোর করার চেষ্টা করব। ধর্ষণের মামলার বিচার যাতে শুধু দ্রুত না, বিচারটা যাতে নিশ্চিত ও যথাযথ হয়, এগুলো তাঁদের বলেছি।’

উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচার শেষ করার সময় ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন করা হচ্ছে। এ ছাড়া বিচারক চাইলে ডিএনএ প্রতিবেদন ছাড়াই শুধু মেডিকেল সনদের ভিত্তিতে বিচারকাজ শেষ করতে পারবেন, এমন বিধান খসড়ায় রাখা হচ্ছে। তিনি বলেন, বিজয়-পরবর্তী সময়ে মেয়েদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন গোষ্ঠী থেকে যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীরা ধর্ষণ মামলার বিচারের জন্য একটি বিশেষ আদালতের কথা বলেছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, এখন ধর্ষণের বিচার হয় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। সেখানে ধর্ষণের মামলা ছাড়াও আরও অনেক অপরাধের বিচার হয়। তাই সেখানে মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয়। তিনি বলেন, তিনি তাঁদের কথা শুনেছেন, তাঁদের কথায় যৌক্তিকতা আছে স্বীকার করেছেন। বিষয়টি তিনি উপদেষ্টা পরিষদের আলোচনায় তুলবেন। যথাসাধ্য চেষ্টা করবেন।

আইন উপদেষ্টা বলেন, মঞ্চের নেত্রীরা কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে আলাদা সেল করার কথা বলেছেন। এ বিষয়ে হাইকোর্টের একটি রায় রয়েছে। সেই রায়ের আলোকে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র নয়, রাস্তাঘাটেও যাতে মেয়েরা উত্ত্যক্ত ও হয়রানির শিকার না হয়, তেমন একটি সমন্বিত আইন করার কথা দিয়েছেন। আইনটি জোরালোভাবে করার চেষ্টা করবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.