Homeজাতীয়ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা : ২ জন গ্রেপ্তার

ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা : ২ জন গ্রেপ্তার


বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসামি সুজন হাওলাদার (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারদের মধ্যে মো. সাদ্দাম হাওলাদার (৩০) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে এবং কাইয়ুম মুন্সী (৪৫) একই এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেলে এ তথ্যা জানিয়েছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

এরআগে ঝালকাঠি জেলার নলছিটি থানার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হাওলাদারকে এবং ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন কলেজপাড়া এলাকা থেকে কাইয়ুম মুন্সীকে গ্রেপ্তার করা হয়।

সূত্রমতে, গ্রেপ্তারকৃত সাদ্দাম হাওলাদারসহ অন্যান্য আসামিরা ভিকটিম সুজন হাওলাদারকে শত্রুতার জেরে গত ১৫ মার্চ দুপুরে পরিকল্পিতভাবে মোবাইলে ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে বিকেল পাঁচটার দিকে আসামিরা পরিকল্পিতভাবে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলার অজুহাতে গাছের সাথে দুই হাত-পা বেঁধে লাঠি ও ইট দিয়ে আঘাতসহ সুজনকে মারধর করে।

বিষয়টি থানা পুলিশের সদস্যরা জানতে পেরে স্থানীয়দের সহায়তায় সুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে সুজন হাওলাদারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মনির হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তবে বিষয়টি র‌্যাবের নজরে আসলে তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ছায়াতদন্ত শুরু করে। 

তারই ধারাবাহিকতায়  বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত