Homeজাতীয়ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন। রোববার সকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে একত্রিত হন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা দেশে ক্রমশ বাড়ছে, অথচ অপরাধীরা আইনের ফাঁক-ফোকর গলে রেহাই পেয়ে যাচ্ছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ আমাদের ধর্ষণের বিচার চাইতে হচ্ছে—এটা অত্যন্ত লজ্জাজনক। নারী হিসেবে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না।”

শিক্ষার্থীরা সরকারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, “প্রতিদিন একের পর এক ধর্ষণের খবর শুনে আমরা ট্রমাটাইজ হচ্ছি। অথচ প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! যদি দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে এই সরকারকে ক্ষমতায় রাখার কোনও যৌক্তিকতা নেই। অন্যায়কারীদের ছাড় দিলে সরকারকেও আমরা মেনে নেব না।”

বিক্ষোভকারীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আলাদা কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি, শিশু নির্যাতনের অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন তারা। শিক্ষার্থীরা বলেন, “আমরা দেখছি, সমাজে আমাদের মা-বোনদের ওপর নির্যাতন পরিকল্পিতভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এমন কঠোর আইন প্রণয়ন করতে হবে, যাতে ধর্ষক এই ধরনের ঘৃণ্য অপরাধের চিন্তাও মাথায় আনার আগে শতবার ভাববে।”

প্রায় এক ঘণ্টা ধরে চলা সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা সোমবার আবারও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত করেন।

ভিডিও দেখুন: https://youtu.be/88VPP2JDxJs?si=RzY-pf26jCTcCWR_

এম.কে.





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত