Homeজাতীয়দেড় শ’ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের পৌর ঈদগাহ মাঠে ঈদ জামাত সকাল ৮টায়

দেড় শ’ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের পৌর ঈদগাহ মাঠে ঈদ জামাত সকাল ৮টায়


কাল দেশে উদযাপিত হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের সর্ব বৃহৎ উৎসব পবিত্র ঈদ ঊল ফিতর। ঈদ উৎসব পালনে সিরাজগঞ্জবাসী প্রস্তুতি নিয়েছে।

প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের খাঁন সাহেবের পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। প্রধান জামাতে এক সাথে ১৫ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করবেন। প্রধান জামাতে জেলা প্রশাসক, পৌর প্রশাসক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শহরের বিশিষ্টজনেরা নামাজ আদায় করবেন। ইমামতি করবেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওরানা মোহাম্মাদ আব্দুল্লাহ। এখানে দেশ ও গোটা মুসলিম উম্মার শান্তি ও সুখ কামনা করে দোয়া করা হবে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এছাড়াও পৌর শহরের সিরাজগঞ্জ পৌরসভা নিয়ন্ত্রিত মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা, আমলাপাড়া ঈদগাহ মাঠ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তাছাড়াও পৌরসভাধীন রহমতগঞ্জ সুতাকল মাঠ, নতুন ভাঙ্গাবাড়ি, রায়পুর, গয়লা,হোসেনপুর,ইসরামিয়া সরকারি কলেজ মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ সহ কমপক্ষে ২০টি ঈদগাহ মাঠে স্থানীয় মুরুব্বিদের নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত