Homeজাতীয়দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস

দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস


সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

ওসি মনসুর বলেন, সারজিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি দিয়ে মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন, ‘Department of Bakshal, University of Dhaka এবং Criminals DU নামক দুটি ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বানোয়াটভাবে আমার অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। পোস্টের ক্যাপশন এবং এডিটেড চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াটভাবে এবং চরম অসৎভাবে আমার মানহানির উদ্দেশ্যে অভিযোগ আনা হয় যে, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য তাঁর বিরুদ্ধে চলমান সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের জন্য চক্রান্ত করি। উক্ত পোস্টের এডিটেড স্ক্রিনশটের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যাভাবে অভিযোগ করা হয় যে, আমি আমার কাছের এক ছোট ভাইকে নাফিসা ইসলাম সাকাফির বিরুদ্ধে সাইবার বুলিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করি।’

সারজিস আরও উল্লেখ করেন, ‘এ ছাড়া Criminals DU ফেসবুক পেজে আমার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে নিজ সিদ্ধান্তে সরে আসাকে সম্পূর্ণ মিথ্যাভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছে বলে প্রচার করা হয়। দুটি পেজ থেকে অনবরত আমার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথা, এডিটেড স্ক্রিনশট এবং কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য নিয়ে পেজগুলো থেকে মিথ্যা, কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক পোস্ট দেশবাসীর নিকট আমার ব্যক্তিত্ব এবং চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন করেছে। এ ছাড়া আমার বিরুদ্ধে চলমান এ ভিত্তিহীন কুরুচিপূর্ণ প্রচারণা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে এবং চরমভাবে আমাকে মানহানির সম্মুখীন করছে।’

ফেসবুক পেজ দুটির পরিচালনাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার কথা এজাহারে উল্লেখ করেন সারজিস।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত