Homeজাতীয়দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা’ 

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা’ 


দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তা’র নাম ঘোষণা করেছে বিজেপি। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন।

রেখা গুপ্তা দিল্লির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে বিজেপির শাসিত রাজ্যে দায়িত্বে থাকবেন। একই সঙ্গে পার্বেশ ভার্মাকে উপ মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে ২৬ বছর পর দিল্লিতে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে।

কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের পতন ঘটিয়ে একই সাথে শপথ নিবেন নতুন মুখ্যমন্ত্রীসহ ক্যাবিনেট পর্যায়ের কয়েকজন মন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৫ মিনিটে শপথ নেবেন তারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত