Homeজাতীয়তসলিমা নাসরিনের ওপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে নিষেধাজ্ঞা জারি

তসলিমা নাসরিনের ওপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে নিষেধাজ্ঞা জারি


বাংলাদেশে থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

জানা যায়, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বেশ আগেই সরব হয়েছিলেন তসলিমা নাসরিন। এর জেরে বেশকিছু গণসংগঠন তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাস অবলম্বনে নাটকটি রাজ্যজুড়ে মঞ্চস্থ করার কথা চলছিল। আর তার আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা। 

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তসলিমা নাসরিন বলেন,‘মমতা ব্যানার্জী আজ আমার ‘লজ্জা’ নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে শুধু এটা ছাড়া।’

তিনি বলেন, ‘গোবরডাঙা আর পান্ডুয়ায় এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। যার জন্য দুই মাস ধরে বিজ্ঞাপন দেওয়াও হচ্ছে। কিন্তু হঠাৎই পুলিশ জানিয়েছে, এই নাটক চলবে না। তাতে রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে।’

এর আগে, তসলিমা নাসরিনকে কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, ধুর, ও (তসলিমা) আবার মানুষ নাকি, ধরি না ওকে। তার আগে বামফ্রন্টের রাজত্বকালে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছিলেন তসলিমা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত