Homeজাতীয়ঢাকা মহানগর নাট্যোৎসব ফেব্রুয়ারিতে

ঢাকা মহানগর নাট্যোৎসব ফেব্রুয়ারিতে


ঢাকায় থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, মঞ্চগুলোকে থিয়েটার বান্ধব করে তুলতে এবং দর্শকের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ৭১টি নাট্যদল সমন্বয়ে গঠিত হয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। থিয়েটারের এই অগ্রযাত্রাকে সফল করতে সম্প্রতি পরিবাগের  সংস্কৃতি বিকাশ কেন্দ্রে একং সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় আগামী ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যমঞ্চে ৭১টি নাটক নিয়ে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’ আয়োজন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন এবং জহির রায়হান মিলনায়তনে পর্যায়ক্রমে এই উৎসব চলবে। পরবর্তীতে মঞ্চ নাটক করা যাবে এমন স্থান পেলে সেখানেও এই উৎসব বর্ধিত করা হবে। বর্তমানে এই উৎসবে পর্যায়ক্রমে ৫টি মিলনায়তনে মোট ৭১টি নাট্যদল ৭১টি নাটক নিয়ে অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে পর্ষদ আহ্বায়ক নাট্যজন ঠান্ডু রায়হানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব নাট্যজন কামাল আহমেদ ও আলোচনা করেন নাট্যজন আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান ও অনন্ত হীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সকল নাট্যদলের প্রতিনিধিবৃন্দ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত