ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। নিহত আবু সালেহ (৪৫) দক্ষিণ কেরানীগঞ্জের কলতাপুর নয়াবাড়ি বড় মসজিদ রোড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।