Homeজাতীয়ঢাকার আকাশে এক সারিতে ৪ গ্রহ

ঢাকার আকাশে এক সারিতে ৪ গ্রহ


পৃথিবীর আকাশে একসঙ্গে চার গ্রহ দেখার ঘটনা ঘটেছে এ বছর। গ্রহগুলো হচ্ছে, শুক্র, বৃহস্পতি, শনি আর মঙ্গল। এর আগ্রহীদের এটি দেখার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।

সন্ধ্যার আকাশে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা। এর মূল নাম শুক্রগ্রহ। সূর্যের আলো মিলিয়ে যাবার মুহূর্তেই আকাশের পশ্চিম দিগন্তের উপরে শুক্রগ্রহকে দেখতে পাওয়া যায়। তারপর ক্রমশ দেখা দেয় বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান থাকে আমাদের মাথার উপরেই। আর শনিগ্রহ দৃশ্যমান হয়, শুক্রগ্রহের সামান্য নিচে। আর মঙ্গলগ্রহের দেখা মেলে আরও কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে।

এ আয়োজন নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন বলেন, “আকাশের খুবই সাধারণ ঘটনা এটি। সূর্যকে যেহেতু প্রতিটি গ্রহই আবর্তন করে, তাই এরা নিয়মিতই কক্ষপথের কাথাও না কোথাও সারিবদ্ধ হয়।”

“এই আপাত দৃশ্যমানতার কারণে, জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’। বলতে গেলে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রায় পুরোটা সময় জুড়েই তাদের দেখা মিলবে।”

আকাশের ৪টি গ্রহের এই চমৎকার দৃশ্য টেলিস্কোপে পর্যবেক্ষণ এর আয়োজন করেছিলো, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। আর সার্বিক সহযোগিতা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

২৫ জানুয়ারি ২০২৫, শনিবার ঢাকার কলাবাগানে এ আয়োজনে প্রায় একশ আগহী হাজির হন টেলিস্কোপে গ্রহ দেখতে। ‘প্ল্যানেট প্যারেড’ নামে এই আয়োজন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে চলেছে রাত ১০টা পর্যন্ত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত