Homeজাতীয়ট্রমার কারণে নির্দিষ্ট সময় পর পর আহতদের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে: বিশেষ সহকারী

ট্রমার কারণে নির্দিষ্ট সময় পর পর আহতদের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে: বিশেষ সহকারী


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, আমাদের মানসিক স্বাস্থ্যগত যে প্রস্তুতি, মেন্টাল ট্রমা বা পিটিএইচডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার) অ্যাড্রেস করার আমাদের যে সামর্থ্য সেটি যথেষ্ট না। এ রকম হাজার হাজার যোদ্ধার পিটিএইচডি অ্যাড্রেস করার সামর্থ্য নেই বিধায় আমাদের ধারণা, তাদের মধ্যে একটা বিস্ফোরণ হয় নির্দিষ্ট সময় পর পর। অবশ্যই আমাদের কোনও ত্রুটি বা বিচ্যুতি এটাকে স্পার্ক করে, কিন্তু মূলত একটা পিটিএইচডি সাইকেলে ওনাদের মধ্যে একটি নির্দিষ্ট সময় পর পর ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে।            

রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।

সায়েদুর রহমান বলেন, আহতরা প্রায়ই রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এটি বন্ধে কী উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটা বন্ধ করা নয়, আমরা বলতে চাই আসলে অনেক সময় অস্থিরতা থেকে, যারা আহত আছেন তারা ৫-৬ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এতে ওনাদের যে মানসিক চাপ তৈরি হচ্ছে সেটি প্রশমনে আমাদের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা আমরা নিতে পারিনি। এটা স্বীকার করতে দ্বিধা নেই।

তিনি বলেন, আমাদের কাছে তাদের দুটি দাবি আছে। গতকাল রাতে আহতরা বলেছেন, যোদ্ধাদের ক্যাটাগরি করার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান করা এবং আজকে আমরা যেটা পেয়েছি যে আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন করা। আমরা দুটোই করার জন্য বলেছি। যদি কেউ কারও ক্যাটাগরি পরিবর্তন করতে চান, ক্যাটাগরি পরিবর্তনের বিজ্ঞানভিত্তিক প্রস্তাবনা দিক, আমরা দুটোই বিবেচনা করবো।

তিনি আরও বলেন, আমরা অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। জুলাই অভ্যুত্থানের প্রতি সাধারণ গণমানুষের যে শ্রদ্ধাবোধ আছে, আমাদের যে সম্মান আছে, সেটির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই। আমরা আশা করবো যে তারা শান্ত থাকবেন। আমরা যারা তাদের কারণে সরকারের আছি, তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবেন।

তালিকা প্রস্তুতিতে সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শহীদদের তালিকায় ছবির বাধ্যবাধকতা ছিল না। সেই কারণে গেজেট নোটিফিকেশন ছিল যথেষ্ট। আহতদের ক্ষেত্রে তাদের নামের সঙ্গে ছবি নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। সেই ছবি আপলোডের সময়সীমা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে সাহায্য করার জন্য তাদের ছবির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং আগের পেশার তথ্য আমরা যুক্ত করতে চেয়েছি যেন আমাদের ডাটাবেজ তাদের পুনর্বাসনে সাহায্য করতে পারে। সুতরাং আমরা আশা করবো ওনারা আমাদের সাহায্য করবেন, আমাদের একটু সময় দিলে সরকারের সব মন্ত্রণালয়, অধিদফতর সব সংস্থা মিলে (কাজ করা হবে), এমনকি বেসরকারি প্রতিষ্ঠান এই পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। আমরা আশা করবো একটা জাতীয় উদ্যোগ হিসেবে সব তথ্য সংগ্রহ করে সরবরাহ করবো।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তী সরকার বেশি সহানুভূতিপ্রবণ। তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’

তিনি বলেন, শহীদদের ব্যাপারেও সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের ব্যাপারে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে সেই তালিকা সম্পন্ন করতে পারব।

এ সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, অধিদফতরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। এই নীতিমালার অধীনে সরকার আহত-নিহতদের যাবতীয় সহায়তা দেওয়া হবে।

‘সরকার এ কাজগুলো অত্যন্ত সুনিবিড়ভাবে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা করেছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামী অনাগতকালেও মানুষকে অনুপ্রাণিত করে।’

চলতি অর্থবছর নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে। আহত-নিহতদের সহায়তার জন্য চলতি অর্থবছর ২৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ফারুক-ই আজম।

তিনি আরও বলেন, ‘আহতদের আজীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত