তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ নিয়ে টানা দুই মাস এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলো। গত ২ মাসে ১২ কেজির এলপিজির সিলিন্ডারের সংস্থাটির বেঁধে দেওয়া দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা।
আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইআরসির চেয়ারম্যান চেয়ারম্যান জালাল আহমেদ।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
গত মাসের মতো এপ্রিলে প্রতিকেজি এলপিজি ভোক্তা পর্যায়ে বিক্রি হবে ১২০ টাকা ৮১ পয়সায়। আর যানবাহনে ব্যবহৃত এলপিজির দাম গত মার্চ মাসে ছিল ৬৬ টাকা ৪৩ পয়সা, এবার ২ পয়সা কমে সেটা দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪১ পয়সা। আর সাড়ে ১২ কেজির সরকারি এলপিজির দাম আগের মূল্যেই বিক্রি হবে ৬৯০ টাকায়।