এক ইন্টারভিউতে জয়নুল আবদিন ফারুখ বলেন,জুলাই- আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান।সেই কারণে আজকে তারেক রহমানের প্রয়োজন এই দেশে। তারেক রহমানের মামলা গ্রাম থেকে চিৎকার দিয়ে বললেও শুতে হবে ইনশাল্লাহ,মামলা প্রত্যাহার করতে হবে।
ওনাকে বাংলাদেশে ফেরত আসতেই হবে, কারন যে দেশে ১৯৭১ সালে শেখ মুজিব পাকিস্তানের সাথে আঁতাত করে বাক্স গুটিয়ে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে চলে গেল। তাঁরই সুযোগ্য কন্যা আওযামীলীগের ভাষায় আমার ভাষায় না,বিএনপির ভাষায়ও না, একজন সৈরাচার মায়ের বুক খালি করা শেখ হাসিনাও একই মাসের ৫ তারিখে অলিগলি দিয়ে নয়, হেলিকপ্টারে করে তাঁর বন্ধু দেশ ভারতের কাছে পালিয়ে গেছে। সে কারণে আজকে তারেক রহমানের প্রয়োজন এই দেশে।