‘জুলাই অভ্যুত্থানের ৫ম মাসে পা রেখে অভ্যুত্থানরে ভাবলে হাওয়াই মিঠাইয়ের মতো লাগে। যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। পলিটিক্স বেশি শিখতে পারিনি বোধ করি। ৫ই আগস্ট এই জনপদকে অভূতপূর্ব সম্ভাবনা উপহার দিয়েছিল, গোষ্ঠীস্বার্থ সকল সম্ভাবনা ছিঁড়ে খাচ্ছে। আমরা নিজেদের গড়া অভ্যুত্থানের সমাধি রচনা করছি।’ রবিবার নিজের ফেসবুক ওয়ালে এসব কথা লিখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।
ওমামা আরো লিখেন, ‘বড়ই দূর্গম পথ। জুলাইয়ের রক্তপাত তো দৃশ্যমান ছিল, জুলাই এর পরে রক্তক্ষরণ হচ্ছে নিরবে। যে জনগণ জুলাই অভ্যুত্থান করছে সে জনগণের উপর আমার ভরসা আছে। জনগণের অভ্যুত্থান সব উচ্ছিষ্টভোগীদের ছাপায়ে চলে যাবে। ‘চিলেকোঠার সেপাই’ এ যেমনটা হয়েছিল। ওসমান মিলে গেছিল খিজিরের সাথে। ওসমান যে নির্লিপ্ত মধ্যবিত্ত, আর খিজির ৬৯ এর অভ্যুত্থানে শহীদ রিকশাচালক। অভ্যুত্থানে ওসমান রিকশাস্ট্যান্ডের মালিকের সাথে মিলতে পারেনি। ওসমান একাকার হয় রিকশাওয়ালা খিজিরের সাথে। এই জিনিস ইলিয়াস ছাড়া আর কারো পক্ষে দেখানো সম্ভব ছিল বলে মনে হয় না। আমরা সেই চিলেকোঠার সেপাই এর ওসমানের মতো ছটফট করছি।’