জামায়াতের ভদ্রতা যেন কেউ দুর্বলতা মনে না করে: আমির
জামায়াতের আমির এক সমাবেশে বলেন,
ফ্যাসিবাদ, আওয়ামি লীগ প্রতিপক্ষ সংঘঠন হিসেবে তার প্রথম হিংস্র থাবা বিস্তার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর। সকল শীর্ষ নেত্রীবৃন্দ কে এক এক করে তারা বন্দী করেছিল। আজহারুল ইসলামকে গ্রেফতার করা হলো। ১৩ টি বছর তিনি অতিবাহিত করেছেন কারাগারের অন্ধকারে।
বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও ফ্যাসিবাদের প্রধান সাক্ষী, তিনি এখনো মুক্ত হন নি। এ বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন কোন জিনিস টি তাকে আটকে রাখতে বাধ্য করেছে? তিনি সরকারের কাছে জানতে চান কবে আজহারুল ইসলাম এর মুক্তি হবে! তিনি আরোও জানান, তারা বাধ্য হয়েছেন, আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে রাস্তায় নামতে।
তিনি আরো বলেন, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ, বিক্ষোভ, বলবে। আমরা চাইনা আর ১৩ মিনিট তিনি জেলের ভেতর থাকুক। তিনি মন্তব্য করেন, “আমরা ভদ্র,কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে।