পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জলবায়ু তহবিল সংগ্রহ ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) চালু হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) পানি ভবনে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিডিপি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা বলেন, বিসিডিপি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কম-কার্বন ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে।
তিনি বলেন, বিসিডিপি সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ কে এম শাহাবউদ্দিন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি অপারেশনস প্রধান নাও ওন কিম আলোচনায় অংশ নেন। প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জলবায়ু পরিবর্তন ড. ফাহমিদা খানম।
কর্মশালার শেষ পর্যায়ে বিসিডিপি ওয়েব পোর্টাল ও সচিবালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশি পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে এডিবি তহবিল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।