স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান সরকার জবাবদিহিমূলক সরকার। জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এজেন্ট অব চেঞ্জের ভূমিকা পালন করে থাকে।
রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের অংশগ্রহণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর আয়োজিত ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জবাবদিহি-বিহীন সিভিল সার্ভিস ক্রমেই ফ্যাসিস্ট শাসনামল সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভেন্টদের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র ও জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়।’
তিনি বলেন, ‘আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশের উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেসিয়াল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে।’
উপদেষ্টা আরও বলেন, ‘ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগযুগ ধরে চলমান হাজার-হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। ভূমিসেবা আরও সহজ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরও জনবান্ধব করতে হবে।’ তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের গণকর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকদেরকে দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন।’
উপদেষ্টা এসময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমিসেবা সহজ করতে একটি করে ‘ল্যান্ড সার্ভিস টেকনিক’ প্রতিষ্ঠা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সম্প্রতি সংঘটিত ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটি ধান ও গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে দু’পক্ষের লোকজনই আহত হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণ সরকারকে সাহায্য করছে। সীমান্তে বিজিবি অ্যালার্ট রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার রয়েছি। সীমান্ত সুরক্ষার ব্যাপারে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না’, বলেও তিনি এসময় মন্তব্য করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্থার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম।
উল্লেখ্য, ৪৯ দিন মেয়াদী ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’-এ বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।