Homeজাতীয়ছাড়পত্র ছাড়াই অবাধে চলছে গাছ পুড়িয়ে কয়লা তৈরির মহোৎসব

ছাড়পত্র ছাড়াই অবাধে চলছে গাছ পুড়িয়ে কয়লা তৈরির মহোৎসব


নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তারপরেও অবাধে চলছে কাঁচা গাছ পুড়িয়ে কয়লা তৈরির মহোৎসব। মাদারীপুরে এমনই একটি কারখানার ১২টি চুল্লিতে প্রতিদিন পুড়ছে শত শত মণ গাছের গুড়ি আর লাকড়ি। নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষকের ফসল।

মাটি আর ইটের তৈরি বিশাল চুল্লিতে পোড়ানো হচ্ছে গাছের গুড়ি। চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া মিশে যাচ্ছে পরিবেশে। এই দৃশ্য মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব ধোয়াসা গ্রামের এক কয়লা তৈরির কারখানার। ১২টি চুল্লির প্রতিটিতে ২০০ মণ শুকনো কাঠ আর লাকড়ি পোড়ানো হয় প্রতিদিন। গাছ পুড়িয়ে কয়লা তৈরির এই কাজ করছেন আক্কাস সর্দার নামের এক ব্যক্তি। তার ম্যানেজারের দাবি, শিগগিরই মিলবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।


স্থানীয়রা জানায়, চুল্লি থেকে উৎপন্ন ধোঁয়ায় আমাদের শারীরিক সমস্যা সৃষ্টি হয় যাতে করে আমরা শ্বাস নিতে কষ্ট হয়। এছাড়া আমাদের ফসলাদি ক্ষতি হচ্ছে।  গাছ কাটা এবং তা জ্বালানি হিসেবে পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রশাসনের নাকের ডগায় কিভাবে তা সম্ভব হচ্ছে এমন প্রশ্ন উঠছে জনমনে। তবে  কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় সামনে কথা বলতে ভয় পান স্থানীয়রা। 

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ফরহাদুল মিরাজ জানান, কালো ধোঁয়ায় পরিবেশের পাশপাশি ফসলেরও ক্ষতি হচ্ছে। এর ফলে পরাগায়নে সমস্যা হয়।

 মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. সজীব জানান, জরিমানা করা হলেও কৌশলে কারাখানাটি চালানো হচ্ছে। তিনি জানান, আমরা তাদের কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি তারা যদি আবারও এটি চালু করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, পরিবেশ রক্ষায় দ্রুত কারখানাটি বন্ধের দাবি পরিবেশবিদদের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত