চীনের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্ত জিরো সাম গেম নয়। যে এক জায়গায় গেলে আমরা আরেক জায়গায় সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গায় গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী, পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেই চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাইনা।
তিনি আরো বলেন, রোহিঙ্গা বিষয় এই ধরনের রাজনৈতিক বিষয়, এটা বিমসটেকের চার্টারে নেই। তাই বলে আমরা চুপ থাকব এমন নয়, আমরা চেষ্টা করব যারা আছেন তাদের সাথে আলাপ করতে। এগুলো অনেক বিষয় আছে স্পর্শকাতর, তাই সব বলতে পারি না আপনাদের কাছে।