Homeজাতীয়চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস...

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব


নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আত্মপ্রকাশের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে ৫টি বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন— এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। সেই রিকোয়েস্ট এবং ‘একধরনের প্রেসারের’ প্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, ‘ডিসি বাস রিকুইজিশনে চিঠি দিলেও কোন জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেয়নি বলে সরকারকে জানিয়েছেন। ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এধরণের ঘটনা আরও কোথাও ঘটেছে কিনা তা দেখছি।’

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে বলা হয়, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা প্রশাসকের ৫টি বাসের রিকুইজিশন দিয়েছেন।

বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে— এটা আমাদের মূল দায়িত্ব। সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশিরভাগ তথ্য অতিরঞ্জিত।’

৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকার রমজানে নিত্যপণ্য সহনীয় রাখতে উদ্যোগ নিয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, ‘তথ্য অনুযায়ী বলতে পারি, গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই ফোকাস সরকারের আছে।’

ভোজ্য তেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলো সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশন ‘ইনটেনসেভলি’ কাজ করছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলে বলতে পারি। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবারাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে। আমরা আশা করছি যোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায় দামও সহনীয় পর্যায়ে থাকবে।’

বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই এমন মন্তব্যের জবাবে প্রেস সচিব বলেন, ‘বোতলজাত ও লুজ সয়াবিন তেলের বিষয়টি আমরা তদারকি করছি। আমরা দেখছি, লুজ সয়াবিন তেলের দাম কমা শুরু হয়েছে। আশা করছি, সরবরাহ পরিস্থিতি বাড়লে দামটা আরও ভালো হবে। এর আগেও দেখেছি বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সরবরাহ যেন ঠিক পর্যায়ে আসে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত