Homeজাতীয়চপস্টিক দিয়ে ৩৭টি ভাত খেয়ে বাংলাদেশি তরুণীর রেকর্ড

চপস্টিক দিয়ে ৩৭টি ভাত খেয়ে বাংলাদেশি তরুণীর রেকর্ড


চপস্টিক দিয়ে খাবার খাওয়ার প্রচলন ভারত উপমহাদেশে নেই। তবে এমন খাবার খাওয়ার টেকনিক রপ্ত করতে চান অনেকেই। তেমনই একজন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান আলোচনায় এসেছেন চপস্টিক দিয়ে ভাত খেয়ে। যিনি শুধু চেষ্টা নয়, এ কাজে অধ্যবসায়ের মাধ্যমে গড়েছেন রেকর্ড।

 

চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ২৪ বছর বয়সি সুমাইয়া চপস্টিক দিয়ে এক মিনিটে ৩৭টি ভাত খেয়েছেন।

এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন।

 

উল্লেখ্য, চপস্টিক দিয়ে যে ভাত খাওয়া হয়, সেই ভাত হয় আঠালো। সম্প্রতি চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়েন সুমাইয়া।

 

সূত্র: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত