ভারতের ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত বছরের শুরুতে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিয়ের খবর শেয়ার করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে দীপঙ্কর রায়কে নিজের জীবনের সঙ্গী হিসেবে বিয়ে করেছেন অহনা।
অহনা দত্তের বিয়ের খবর অনেকেই আগে জানতেন না। এক সাক্ষাৎকারে অহনা বলেন, “২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল যে, আমাদের মনে হয়েছিল সেটা সঠিক সময় নয় সকলকে জানানোর। এখন মানুষ অনেকটাই বুঝেছে, আমি এবং দীপঙ্কর একে অপরকে ভীষণ ভালোবাসি।”
অহনা আরও জানান, এক বছরেরও বেশি আগে তারা রেজিস্ট্রি করে বিয়ে করেন এবং একটি ফ্ল্যাট ভাড়া করে সেখানে নিজেদের ওয়েডিং ভেনু তৈরি করেন। দীপঙ্করের মা, যিনি সেই সময় জীবিত ছিলেন। তার উপস্থিতিতে ওই দিনটিতে সবচেয়ে বেশি আনন্দিত ছিলেন।
অহনা বলেন, “এখন এক বছর কেটে গেছে, কিন্তু আমার আর দীপঙ্করের সম্পর্কের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। তবে, একটু খুনশুটি আর ভালোবাসা বেড়েছে।”
এছাড়া, একটি ভিডিও পোস্ট করে অহনা আরও জানান, “নতুন বছরে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এবং আশীর্বাদ চাচ্ছি।”