Homeজাতীয়গান-স্মৃতিচারণে শিল্পী কলিম শরাফী স্মরণ

গান-স্মৃতিচারণে শিল্পী কলিম শরাফী স্মরণ


বরেণ্য সংগীতশিল্পী কলিম শরাফীর ১৪তম প্রয়াণবার্ষিকী ছিল শনিবার। প্রয়াণবার্ষিকী উপলক্ষে ১ নভেম্বর গান আর স্মৃতিচারণে বরেণ্য এই শিল্পীকে স্মরণ করে তারই প্রচেষ্টায় গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। ‘মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে জিগাতলা, ধানমণ্ডির ইউল্যাব বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সংস্থার বর্তমান সভাপতি আরেক জীবন্ত কিংবদন্তি, একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীরমুক্তিযোদ্ধা শিল্পী তপন মাহমুদ সুদূর অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন। এ পর্যায়ে সরাসরি আরও অংশগ্রহণ করেন সংস্থার নির্বাহী সভাপতি শিল্পী আমিনা আহমেদ, সহ-সভাপতি শিল্পী খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম, শিল্পী কাজল মুখার্জি এবং সংস্থার সাধারণ সম্পাদক শিল্পী পীযূষ বড়ুয়াসহ সংস্থার অন্যান্য শিল্পীবৃন্দ। 

অনুষ্ঠানে  রবীন্দ্রসংগীত পরিবেশ করেন সংস্থার আজীবন সম্মানিত সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীরমুক্তিযোদ্ধা শিল্পী  রফিকুল আলম, শিল্পী আজিজুর রহমান তুহিন, শিল্পী সুস্মিতা ম-ল, শিল্পী সিমু দে, শিল্পী খায়রুজ্জামান কাইয়ুম, শিল্পী তানজিনা তমা, শিল্পী আমিনা আহমেদ, শিল্পী পীযূষ বড়ুয়াসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী অনিকেত আচার্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত