Homeজাতীয়গাজায় পোলিও মহামারির দ্বারপ্রান্তে শিশুরা!

গাজায় পোলিও মহামারির দ্বারপ্রান্তে শিশুরা!


গাজা-ইসরায়েল সংঘাতের নির্মমতায় সবচেয়ে বেশি ভুগছে কোমলমতি শিশুরা। চলমান সহিংসতার কারণে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়ায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে পোলিও টিকার চরম ঘাটতি। ফলে শিশুদের পোলিও সংক্রমণের ঝুঁকি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে উপত্যকায় অন্তত ৬ লাখ ২ হাজার শিশু পোলিও-জনিত পঙ্গুত্বের আশঙ্কায় রয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, যদি কোনো শিশুর মধ্যে পোলিও সংক্রমণ দেখা দেয়, তা মুহূর্তেই মহামারির রূপ নিতে পারে।

এমন অবস্থায়, শিশুদের ওপর চলমান হামলা বন্ধ করে দ্রুত পোলিও টিকার চালান গাজায় প্রবেশের সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্রঃ https://youtu.be/Z_Ugg9GkvPw?si=tP264G2bKV5j_Rxs





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত