Homeজাতীয়গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার


যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলায় শিশুসহ চার শতাধিক মানুষ হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

বুধবার (১৯ মার্চ) ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসী ইসরাইল কর্তৃক এক বছরের অধিক টানা হামলা-হত্যা-ধ্বংসযজ্ঞের পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তারপরও ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক কম পরিসরের হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গতকালের (১৮ মার্চ) হামলা যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলা। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে এ হামলা চালিয়ে নিজেদের জঙ্গি মনোভাবই প্রকাশ করলো। নিয়ম ভঙ্গ করে, পবিত্র রমজান মাসেও মনুষ্যত্ব ভুলুণ্ঠিত করে গণহত্যা চালিয়ে যাচ্ছে এ সন্ত্রাসী বাহিনী।

মুসলিম উম্মাহসহ সারা বিশ্বকে আবারও শক্তভাবে সন্ত্রাসী ইসরাইল ও এর সহযোগী রাষ্ট্রগুলোর পণ্য বয়কট করার আহ্বান জানাই। একই সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলে গাজায় হামলা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য আমরা সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত