Homeজাতীয়গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইবিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইবিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা


গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সন্ত্রাসী হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার মজলুম ফিলিস্তিন জনগনের প্রতি সংগতি জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সর্বাত্মক শাট ডাউন প্রতিবাদ কর্মসূচী পালিত হবে।

এই প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি ও বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানে সাড়া জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৬ এপ্রিল) বিকেলে ‘গাজার পাশে আছি’ শীর্ষক এক বিবৃতিতে তারা জানিয়েছেন, সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার নেতারা। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত