Homeজাতীয়গাক এনজিওতে বিশাল নিয়োগ

গাক এনজিওতে বিশাল নিয়োগ


গ্রাম উন্নয়ন কর্ম সংস্থাটির চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা: ২৫টি। মাসিক বেতন: সাকল্যে ৪৮,৬০৯/- (বিভিন্ন ভাতাসহ)। অতিরিক্ত সুবিধা: লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ২৪,০০০-৩৩,০০০/- পর্যন্ত ইনসেনটিভ এবং বিনামূল্যে আবাসন সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমান/ স্নাতক। অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর।
২. পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার। পদ সংখ্যা: ১০০টি। মাসিক বেতন: সাকল্যে ৩৫,৩৬০/-। অতিরিক্ত সুবিধা: ইনসেনটিভ ১৬,০০০-২২,০০০/- পর্যন্ত এবং বিনামূল্যে আবাসন সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।
অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
৩. পদের নাম: ফিল্ড অফিসার। পদ সংখ্যা: ৪০০টি। মাসিক বেতন: ১৮,০০০/- (প্রশিক্ষণকাল, ৬মাস)। নিয়মিত হলে বেতন: সাকল্যে ৩০,০২২/-। অতিরিক্ত সুবিধা: ইনসেনটিভ ১৬,০০০-২২,০০০/- পর্যন্ত এবং বিনামূল্যে আবাসন সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
৪. পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার। পদ সংখ্যা: ১৫০টি। মাসিক বেতন: ১৬,০০০/- (প্রশিক্ষণকাল, ৬ মাস)। নিয়মিত হলে বেতন: সাকল্যে ২৮,০২৫/-। অতিরিক্ত সুবিধা: ইনসেনটিভ ১৬,০০০-২২,০০০/- পর্যন্ত এবং বিনামূল্যে আবাসন সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান। বয়সসীমা: ২৫-৩৫ বছর।
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। পদ সংখ্যা: ১০টি। মাসিক বেতন: ১৮,০০০/- (প্রশিক্ষণকাল, ৬ মাস)। নিয়মিত হলে বেতন: সাকল্যে ২০,৪৪৩/-। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (অগ্রাধিকার এমকম/এমবিএস)। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। পদ সংখ্যা: ৫০টি।
মাসিক বেতন: ১৮,০০০/- (প্রশিক্ষণকাল, ৬ মাস)। নিয়মিত হলে বেতন: সাকল্যে ২৫,৫২২/-। অতিরিক্ত সুবিধা: ইনসেনটিভ ১৬,০০০-২২,০০০/-। পর্যন্ত এবং বিনামূল্যে আবাসন সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিকম/বিবিএস। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
বিস্তারিত জানুন: www.guk.org.bd
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৫।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত