Homeজাতীয়গত ১৫ বছরে বিদেশি বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়

গত ১৫ বছরে বিদেশি বিনিয়োগ বাড়েনি: ড. দেবপ্রিয়


গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারে আমলে বিদেশি বিনিয়োগ বাড়েনি, বেসরকারি খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগ হয়নি বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

রবিবার (১৫ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, বর্তমানে বিদেশি কোম্পানিগুলো তেল আহরণে আগ্রহ দেখালেও চুক্তি করতে চাচ্ছে না। একটি মধ্যমেয়াদি পরিকল্পনা জরুরি। সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ হয় দীর্ঘমেয়াদের ওপর। এলডিসি থেকে বের হওয়ার পর বিনিয়োগগুলো পরিবর্তিত পরিস্থিতিতে আনতে পারবো কি না তা নিশ্চিত করা দরকার।

দ্রুত অর্থনৈতিক সংস্কার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায় তা ভাবা বেশি জরুরি। রাজনীতির পথ কতটা সুগম হবে, তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তির ওপর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত