Homeজাতীয়গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে: মাহফুজ আলম

গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে: মাহফুজ আলম


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বুধবার (২ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহীদদের ঋণ কখনও শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।

মাহফুজ আলম বলেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহীদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহীদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। শহীদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ, বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনও ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত