Homeজাতীয়‘খাদ্য নিরাপত্তার জন্য মজুদ নিশ্চিত করতে হবে’

‘খাদ্য নিরাপত্তার জন্য মজুদ নিশ্চিত করতে হবে’


দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (১৩ জানুয়ারি) ‘চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন’ বিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা দেন।

খাদ্য উপদেষ্টা বরিশাল বিভাগের সব জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।

কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের পাশাপাশি, যে সব জায়গায় অ্যাপসে সমস্যা হচ্ছে সেসব জায়গায় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রত্যয়ন সাপেক্ষ্যে তাদের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন তিনি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং খাদ্য অধিদফতরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। সংশ্লিষ্ট মিল মালিকদের সঙ্গে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা, চালের সংগ্রহ মূল্যও তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ এবং আতপচাল ৪৬ টাকা নির্ধারণ করেছে। ধান ও সিদ্ধ চাল আগামী ২৮ ফেব্রুয়ারি এবং আতপ চাল  ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি আমন মৌসুমে ধান-চালের এখন পর্যন্ত  সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। 

এ সময় খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, আর সি ফুড, বরিশাল বিভাগের সব জেলার জেলা প্রশাসক, ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত